Head Teacher's Massages
Mohammad Shamsul Alam
এই শিক্ষা প্রতিষ্ঠান আমার কাছে আমানত স্বরূপ সাথে তোমরাও! তোমরা প্রত্যেকে আমাদের সন্তান এবং এই প্রতিষ্ঠানের প্রাণ! আর এই প্রাণদানের কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা! তোমাদের কর্মেই এ প্রতিষ্ঠান নক্ষত্রের মত উজ্জ্বল হবে! তোমরা মানুষের মত মানুষ হলে সব থেকে বেশি আমরা আনন্দিত হই! যুগে যুগে সফলতা এবং ব্যর্থতা দুটোই ছিল তবে সফলতার কিন্তু কোন শেষ নেই! আর ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয় বরং দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার দ্বার উন্মোচন হয়! তোমারা প্রত্যেকে একটা করে ফুলের মতো, আমরা চাই তোমাদের পদভারে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হোক! তোমাদের ব্যক্তি জীবন, শিক্ষাজীবন এবং ভবিষ্যতের জন্য রইল অসীম দোয়া! ধন্যবাদ সবাইকে!
President's Massages
Mizanur Rahman
আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে মহামূল্যবান কষ্টি পাথরের ন্যায়! আমি চাইবো তোমরা তোমাদের আসল মূল্য বুঝতে শিখবে। তোমাদের আচরণ, কর্ম, বিশ্বাস এবং মননে সমাজের অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখবে। পেটের ক্ষুধা মেটাতে খাবার যথেষ্ট, তবে আত্মার ক্ষুধা মেটাতে শিক্ষার বিকল্প নেই। তোমাদের এ শিক্ষা যেন ভালো মার্কস এবং এক টুকরো সার্টিফিকেট এর মধ্যে সীমাবদ্ধ না থাকে। তোমাদের "থিংক আউট অফ বক্স" চিন্তা করার মানসিকতা তৈরি করতে হবে এবং প্রোডাক্টিভ হতে হবে। সমাজে নিজেকে চেঞ্জ মেকার হিসেবে তৈরি করতে হবে। সারা বিশ্বের শিক্ষা এবং প্রযুক্তিমনাদের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, চিন্তা ধারা যেন মানুষকে বিমোহিত করে। তোমরা তোমাদের শিক্ষকদের থেকে দোয়া ও ভালোবাসা কুড়াবে এটা তোমাদের ব্যক্তি জীবনে সফল হতে সাহায্য করবে। তোমার পিছিয়ে পড়া বন্ধুকে এগিয়ে নিতেও তোমার ভূমিকা থাকা উচিত! আমরা যখন সবাই মিলে একটি বাসযোগ্য সুন্দর সমাজ উপহার দিতে পারব তবেই আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। শিক্ষার আসল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীকে স্বাধীন চিন্তা করতে শেখানো যাতে সে নিজেকে এবং পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করতে পারে, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষার্থীদের চাপ না দিয়ে বরং "শিক্ষার মূল হচ্ছে আনন্দের মধ্যে শেখা, কারণ শেখা এক ধরনের সুখ" এই ব্যাপারটা উপলব্ধি করতে দেওয়া! শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম গুলো যেন তারা শিখতে পারে এবং অংশগ্রহন করতে পারে সেই দিকে খেয়াল রাখবেন। ছাত্র-শিক্ষক-গার্ডিয়ান মধ্যে সম্পর্ক জোরদার করবেন যাতে করে আজকের তরুণরা আগামীর কর্ণধার হয়ে উঠতে পারে। এক শিক্ষার্থীর সাথে অন্য শিক্ষার্থীর তুলনা করা থেকে বিরত থাকবেন কারণ সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের মধ্যে কিছু অনন্য বুদ্ধিমত্তা দিয়েছেন সেটাকে প্রস্ফুটিত করতে সাহায্য করবেন এবং বাহবা দিবেন, যাতে করে ভিন্ন মানসিকতার সে উদাহরণ হতে পারে। প্রতিটা শিক্ষার্থী আপনাদের কাছে আমানত স্বরুপ এবং সন্তানের মত তাই তাদের উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন যেমনটা আপনার সন্তানদের জন্য করেন! শ্রদ্ধেয় গার্ডিয়ানদের প্রতি আমার আবদার থাকবে আপনি আপনার সন্তানের শুধু পরীক্ষার মার্কস নয় বরং মানবিক মানুষ হচ্ছে কিনা, নৈতিকতাবোধ জাগ্রত হচ্ছে কিনা সে দিকে খেয়াল রাখবেন। এছাড়াও তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে নজর দিবেন। বিশেষ করে মাধ্যমিক স্তরের ছেলে-মেয়েরাই বেশি এলোমেলো হয়ে পড়ে। পরিশেষে বলবো তোমরা মানুষের মত মানুষ হলে শুধু তোমরাই বদলাবে না বরং বদলাবে তোমাদের সমাজ, বদলাবে দেশ সেই সাথে পৃথিবী!